সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে এফবিআই’এর আকস্মিক তল্লাশি
- আপডেট সময় : ০২:০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে আকস্মিক অভিযান চালিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এফবিআই।
গতকাল ফ্লোরিডায় তার বিলাসবহুল মার-এ-লাগো রিসোর্টে এই অভিযান চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রে সাবেক কোনো প্রেসিডেন্টের বাড়িতে এভাবে এফবিআই হানা দেয়ার ঘটনা অভূতপূর্ব বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম গুলো। এই অভিযানের সঙ্গে ট্রাম্পের বিরুদ্ধে সরকারি গোপন নথি সরানোর অভিযোগে মার্কিন বিচার বিভাগের তদন্তের যোগসূত্র থাকতে পারে বলে জানানো হয়। খবরে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে বর্তমানে যেসব তদন্ত চলছে, তার মধ্যে এটি অন্যতম। হঠাৎ বাড়িতে তল্লাশির ঘটনায় সমালোচনা করেন ট্রাম্প। বলেন, নিজেই তদন্তকারীদের সব ধরনের সহায়তায় প্রস্তুত ছিলেন। তাই না জানিয়ে বাড়িতে প্রবেশের দরকার ছিল না। তল্লাশির সময় নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে অবস্থান করছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।
















