সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ১১ বছরের কারাদণ্ড

- আপডেট সময় : ০২:০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
অর্থ পাচার ও ঋণ আত্মসাতের মামলায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ফারমার্স ব্যাংক থেকে ৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের দায়ে ৪ এবং অর্থ পাচার মামলায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া এস কে সিনহার ৭৮ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত মামলাটির ১৮২ পৃষ্ঠার এই রায় ঘোষণা করেন। এর পর এসকে সিনহাসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের উদ্যেগ নিতে সরকার কাছে আহবান জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
শুনানি শেষে, ঋণ আত্মসাত ও অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপ্রতি এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার রায়ের দিন ঠিক করা ছিল। এ দিন ১৮২ পৃষ্ঠার রায় পড়ে শোনান ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম। এসময় জামিনে থাকা ৬ আসামী আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে ঘুরে ফিরে উঠে আসে ক্ষমতার অপব্যবহার করে এস কে সিনহার ঋন জালিয়াতির বিষয়টি। তাকে ১১ বছরের কারাদণ্ড দেয় আদালত। মামলার অন্য আট আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছে দু’জন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
সাবেক প্রধান বিচারপতিকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আসামি চিশতী ও লুৎফুলের আইনজীবী বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা। নানা অনিয়মের অভিযোগের মুখে বিদেশে বসেই পদত্যাগ করেন এস কে সিনহা। ২০১৯ সালের ১০ জুলাই বর্তমানের পদ্মা ব্যাংক থেকে চার কোটি টাকা ঋণ নেন তিনি। সেই টাকা আত্মসাতের অভিযোগে এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতির দায়ে সাবেক কোনো প্রধান বিচারপ্রতির সাজা হওয়ার ঘটনা দেশের ইতিহাসে এটিই প্রথম।