সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নেই

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নেই। বেলা আড়াইটার দিকে রাজধানীর ইউনাউটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। সাবেক এ কমিশনার দীর্ঘদিন থেকেই ক্যানসারে আক্রান্ত ছিলেন। সকালে তার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যেতে থাকলে দুপুর ১২টায় নেয়া হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। তার মৃত্যুর খবর শুরে হাসপাতালে ছুটে যান তার দীর্ঘদিনের সহকর্মীরা। সাবেক এ কমিশনারের দুই সন্তান দেশের বাইরে অবস্থান করায় মরদেহ বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হবে। তারা দেশে ফিরলেই জানাজা ও দাফনের সিদ্ধান্ত নেয়া হবে। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে কমিশনার হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হয় তার পাঁচ বছরের মেয়াদ। বহুমাত্রিক অভিজ্ঞতার সাবেক এই কমিশনার সব সময় আলোচনার শীর্ষে ছিলেন মাহবুব তালুকদার।