সাতক্ষীরা সদর আসনের সাবেক এমপি আবদুল খালেক মণ্ডলসহ দুজনের মৃত্যুদণ্ডের রায়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১৬৪১ বার পড়া হয়েছে
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাতক্ষীরা সদর আসনের সাবেক এমপি আবদুল খালেক মণ্ডলসহ দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত আরেক আসামী রোকনুজ্জামান খান পলাতক আছেন
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ মামলাটির রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. আবু আহমেদ জমাদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রসিকিউটর। তবে, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন আসামি পক্ষ।
আদালত জানায়, আব্দুল খালেক মণ্ডলের বিরুদ্ধে ৬টি অভিযোগের তিনটিই প্রমাণিত হয়েছে। এছাড়া খান রোকনুজ্জামান বিরুদ্ধে আনা ৪টি অভিযোগের সবকটিই প্রমাণিত হয়েছে।
















