সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে এক দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে এক দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী ও ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই ছুটি চলছে।
ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, সকাল থেকে ভারতীয় কোনো পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। বন্ধ রয়েছে স্থলবন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম। মঙ্গলবার সকাল থেকে সব ধরনের কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হবে। এদিকে, সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশনের ওসি মাজরিহা হোসাইন জানান, বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বাংলাদেশ-ভারতের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।