সাতক্ষীরায় মাছের ঘেরে সবজি চাষ করে সফল কৃষকরা

- আপডেট সময় : ০৪:৪৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালা উপজেলাসহ বিভিন্ন এলাকায় মাছের ঘেরের আইলে সফলভাবে সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা । জীবনযাত্রার মান উন্নয়নে সবজি চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাদের ।এই সমন্বিত পদ্ধতিতে একদিকে মাছ চাষ হয়, অন্যদিকে ঘেরের আইলগুলোতে লাউ, করলা, উচ্ছে, শিম ও মিষ্টি কুমড়াসহ বিভিন্ন জাতের সবজি উৎপাদন করে বছরে অতিরিক্ত আয় করছেন কৃষকরা।
সাতক্ষীরায় ধান চাষের পাশাপাশি মৎস্য ঘেরের আইলে সবজির চাষ এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ পদ্ধতিতে বাঁশ ও নেট দিয়ে ঝুলন্ত মাচা তৈরি করে লাউ, করলা, মিষ্টি কুমড়া, ঝিঙে, বরবটি, শিম, খিরাই আর মৎস্য ঘেরের আইলে শোভা পাচ্ছে ঢেড়স, পুইশাক, পেঁপেসহ বিভিন্ন সবজির।
জেলার উৎপাদিত সবজি ব্যবসায়িরা বাজার থেকে পাইকারি কিনে খুলনা ও ঢাকাসহ সারাদেশের বাজারে সরবরাহ করছে। তবে এবছর উৎপাদিত সবজি পাইকারি বাজারও ভাল দাম পাচ্ছেন কৃষকরা।
ঘেরের আইলে সবজি চাষ করে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন জানান চাষীরা। আর সব ধরনের সহযোগিতার পাশাপশি সবজি উৎপাদনে উৎসাহ দিচ্ছে কৃষি বিভাগ।
চলতি বছর সাতক্ষীরা জেলায় মৎস্য ঘেরের আইলে দুই হাজার ৩৮ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে।