সাতকানিয়ায় সপ্তম ধাপের ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় ৮ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৫:২৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সাতকানিয়ায় সপ্তম ধাপের ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় ৮ জন গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এ ঘটনায় ব্যবহৃত ৫টি বন্দুক, দেশীয় অস্ত্র ও ৪২ রাউন্ড গোলাবারুদও উদ্ধার করা হয়।
দুপুরে রেব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। গেলো রাতে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা নাছির, কায়েসসহ তাদের সহযোগি মোর্শেদ, কোরবান আলী, ইশমাইল, মিন্টু, জসিম ও নুরুলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছে অপরাধীরা। তবে, অস্ত্রের যোগানদাতাদের গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলাবাহিনী। এঘটনায় প্রার্থীদের কোনো উস্কানি ছিলো কি না এমন প্রশ্নের জবাবে খন্দকার আল মঈন বলেন, বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার। তবে, অস্ত্র ও মাদকের বিষয়ে কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেন তিনি।
























