সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য মার্কিন ব্যবসায়ী নেতাদের সতর্কবার্তা বাইডেনের
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
নিজ প্রতিষ্ঠানের সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা অবিলম্বে শক্তিশালী করার জন্য মার্কিন ব্যবসায়ী নেতাদের সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
ইউক্রেন-রাশিয়া ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিতে সাইবার হামলা চালাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সোমবার ব্যবসায়ীদের সঙ্গে এক ত্রৈমাসিক গোলটেবিল সভায় এমন সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার অত্যাধুনিক সাইবার ক্ষমতা রয়েছে উল্লেখ করে বাইডেন বলেন, পুতিন সরকারের সেই সক্ষমতা রয়েছে। ব্যবহার না করলেও এ অস্ত্র তাদের হাতে রয়েছে। এদিকে, ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য পোল্যান্ড সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
























