সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় যুবলীগ নেতা বেলালউদ্দিনের ৩ দিনের রিমান্ড

- আপডেট সময় : ০৬:৩৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় যুবলীগ নেতা বেলালউদ্দিনকে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
দুপুরে জেলার ৪নং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক এসএম মোসলেহ উদ্দিন মিজান এ আদেশ দেন। এর আগে সকালে জেলা পিবিআই এর পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ বেলালকে আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। রোববার দুপুরে কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়ন থেকে বেলালকে গ্রেপ্তার করে পিবিআই। তিনি চরফকিয়া ইউনিয়ন যুবলীগের একজন সদস্য। গত ১৯ ফেব্রুয়ারি শুক্রবার কোম্পানীগঞ্জের চাপরাশিরহাটের বাজারে মেয়র আবদুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের মুখে পড়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক মুজাক্কির। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। ২৩ ফেব্রুয়ারি মুজাক্কিরের বাবা নোয়াব আলী মাস্টার হত্যা মামলা দায়ের করেন।