সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমকে গুলি করে হত্যার ঘটনায় মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
কুমিল্লায় সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমকে গুলি করে হত্যার ঘটনায় বুড়িচং থানায় মামলা হয়েছে। মামলা করেছেন নিহতের মা নাজমা আক্তার।
কুমিল্লার শীর্ষ মাদক ব্যবসায়ী রাজুসহ তিনজনের নাম এবং অজ্ঞাত আরও পাঁচ জনের নামে এ মামলা দায়ের করা হয়। বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন জানান, মাদক ও মাদক কারবারিদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় তাকে হত্যা করা হয়েছে। আসামিদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত আছে। মামলার বাদী নাজমা আক্তার জানান, পুলিশ সুপার আশ্বাস দিয়েছেন, দ্রুতই আসামি ধরা হবে। কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সীমান্ত এলাকায় বুধবার রাতে গুলি করে হত্যা করা হয় ‘কুমিল্লার ডাক’ পত্রিকার স্টাফ রিপোর্টার মহিউদ্দিন সরকার নাইমকে। তার বাবা একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।























