সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রংপুরে বর্নাঢ্য রেলি ও আলোচনা সভা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৫:০১ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রংপুরে বর্নাঢ্য রেলি ও আলোচনা সভা করেছে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী কল্যান সংস্থা।
দিবসটি উপলক্ষে টাউন হল থেকে বের হয়ে বর্নাঢ্য রেলিটি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে সেখানেই শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে, সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান অতিথির ছিলেন। সংস্থাটির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আব্দুস সালাম, অর্থ বিষয়ক উপদেষ্টা আফজাল হোসেনসহ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
চাঁদপুরে নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ “অদম্য” দর্শনার্থীদের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে। দুপুর ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পুরাতন লঞ্চ টার্মিনালে এই প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। এ সময় অনেক দর্শনার্থী জাহাজটি পরিদর্শন করেন।