সরকার মানুষকে বাঁচানোর জন্য কোনো কাজ করেনি : রুহুল কবির রিজভী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১২:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
জনগণের ম্যান্ডেট বিহীন ব্যর্থ সরকার মানুষকে বাঁচানোর জন্য কোনো কাজ করেনি বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুধু নেতাকর্মী ও শাসকগোষ্ঠীর পকেট ভারী করাই সরকারের মূল লক্ষ্য বলে দাবি করেন তিনি।
সকালে নয়াপল্টনে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণের সময় এ সব কথা বলেন তিনি ।সিকদার গ্রুপের দুই পরিচালকের ক্ষমতার অপব্যবহারের সমালোচনা করে রিজভী বলেন, সরকারে শাসকগোষ্ঠীর সাথে সম্পর্কিত অপরাধীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। অন্যদিকে করোনার প্রকোপে সারাদেশে কর্মহীন মানুষদের হাহাকার চলছে। করোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতার কথাও তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।