সরকার চাইলেই দুদক’র দায়ের করা কোনও মামলা প্রত্যাহার কিংবা সুপারিশ করতে পারবে না

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
সরকার চাইলেই দুর্নীতি দমন কমিশনের দায়ের করা কোনও মামলা প্রত্যাহার কিংবা প্রত্যাহারে সুপারিশ করতে পারবে না’ উল্লেখ করে রায় ঘোষণা করেছে হাইকোর্ট।
রোববার গণমাধ্যমকে উচ্চ আদালতের এই সিদ্ধান্ত জানান দুদক আইনজীবী মো. খুরশীদ আলম খান। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় ঘোষণা করেন। ওই রায়ের ফলে এখন থেকে কোনও দুর্নীতি মামলায় সরকারের আইনি হস্তক্ষেপের আর কোনও সুযোগ থাকলো না। দুদক আইনজীবী আরো জানান এক এগারোর সময় দুদকের দায়ের করা দুর্নীতি মামলা প্রত্যাহারের আবেদন করার বিষয়েও হাইকোর্টের এই রায়টি সুনির্দিষ্টভাবে সব প্রশ্নের অবসান ঘটালো। আইনজীবী আরো জানান, সিলেটের এক ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে পাঁচটি টিন চুরির মামলা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের পর তা প্রত্যাহার করে বিচারিক আদালত।