সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আলাদা বিভাগ খোলা হবে : তারেক
- আপডেট সময় : ০৮:২৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ১৫১৯ বার পড়া হয়েছে
বিএনপি সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীন আলাদা বিভাগ হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হলে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তারেক রহমান। আর দলটির সিনিয়র নেতারা বলেছেন,জুলাই আন্দোলনে শহীদদের আত্মদানে জাতি মুক্তি পেয়েছে,শুধু আর্থিক অনুদানে তাদের ক্ষতি পূরণ হওয়া সম্ভব নয়।
রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় করেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এই সময়,সারাদেশ থেকে আসা জুলাইয়ে আহত ও নিহত পরিবারে সদস্যরা তারেক রহমান সামনে তাদের কষ্টের কথা তুলে ধরেন।
তারেক রহমান মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং তাদেরকে শান্তি দেন।
তিনি বলেন, সরকার গঠনে সক্ষম হলে, জুলাই আন্দোলনের যোদ্ধাদের সমস্যা সমাধানে কাজ করবে বিএনপি।
একটি নিরাপদ ও গণতান্ত্রিক দেশ গড়তে ব্যর্থ হলে ভবিষ্যতেও শোক সমাবেশ চলতে থাকবে বলেও মন্তব্য করেন, বিএনপি চেয়ারম্যান।
যারা বলছে, তারেক রহমান ১৭ বছর অনেক কিছু দেখেনি, তাদের উদ্দেশ্যে দলটির সিনিয়র নেতারা বলেন, তারেক রহমান যা দেখেছে অনেকে দেশে থেকেও তা দেখেনি।
জুলাইয়ে যারা শহীদ ও আহত হয়েছে একাত্তরের মতো তারাও মুক্তিযোদ্ধা বলে জানান বিএনপি নেতারা।




















