সরকারের নতজানু রাষ্ট্রনীতিতে দেশের সাবভৌমত্ব হুমকির মুখে : রিজভী
																
								
							
                                - আপডেট সময় : ০১:৫১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
 - / ১৬০১ বার পড়া হয়েছে
 
নতজানু রাষ্ট্রনীতির কারণে দেশের সাবভৌমত্ব হুমকির মুখে ফেলেছে সরকার, মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একারণেই প্রতিবেশী দেশ থেকে কিছু আদায় করতে পারছে না বাংলাদেশ।
সকালে জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী মহিলা দলের পুষ্পার্ঘ অর্পণ শেষে এ মন্তব্য করেন তিনি। বলেন, জনগণের প্রত্যাশা পূরণে নয় বরং ক্ষমতা টিকিয়ে রাখার দেনদরবার করতেই ভারত সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রুহুল কবির রিজভী বলেন, মিয়ানমার বাংলাদেশ সীমান্তে বোমা ফেলে গেলেও কিছু বলার সাহস রাখছে না সরকার। কঠোর ভাষায় প্রতিবাদও করার সক্ষমতা হারিয়ে ফেলেছে প্রধানমন্ত্রী।
এদিকে, খুলনা মহানগরীর ৭নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহেদসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রাতে দৌলতপুরে বিএল কলেজ দ্বিতীয় গেটের সামনে তাদেরকে গুলি করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে দৌলতপুর থেকে বিএনপি নেতা রিয়াজ শাহেদ ও তার সহযোগী রফিক মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।
তারা বিএল কলেজের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রফিকুল ইসলামের পিঠে তিনটি এবং শাহেদ রিয়াজের হাতে একটি গুলি করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার জন্য স্থানীয় নেতারা দেশের অস্থিতিশিল পরিস্থিতিকে দায়ী করেন।
																			
																		














