সরকারি ও বেসরকারী খাতে কেনিয়াতে বিনিয়োগের আহ্বান মই লেমোশিরার

- আপডেট সময় : ০৮:৫৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
ওষুধ উৎপাদনসহ শিল্প ও কৃষিখাতে কেনিয়াতে বিনিয়োগের সুযোগ রয়েছে বাংলাদেশের। তাই সরকারি ও বেসরকারী খাতকে কেনিয়াতে বিনিয়োগের আহ্বান জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মই লেমোশিরা। দুপুরে ঢাকায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি- এফবিসিসিআই’র সাথে দু’দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
সভায় কেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক জানান, বাংলাদেশ ও কেনিয়ার মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মাধ্যমে দু ’দেশের কুটনৈতিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে। অনুষ্ঠানে এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে দেশে নতুন নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে। কেনিয়াকেও এসব অঞ্চলে বিনিয়োগের মাধ্যমে এশিয়ার ক্রমবর্ধমান বাজার ধরতে আহ্বান জানান এ ব্যবসায়ী নেতা। সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইর পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরসহ ব্যবসায়ী নেতারা।