সমুদ্র বন্দরে ১ নং সতর্ক সংকেত

- আপডেট সময় : ০৫:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আজই নিম্নচাপে রূপ নেবে। এটি আরও ঘনীভূত হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বর্তমানে লঘুচাপটির বায়ুর গতিবেগ ঘণ্টায় ৩০-৩৫ কিমি, দমকা হাওয়া ঘণ্টায় ৪৫-৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এর ফলে সাগর এলাকায় ইতিমধ্যেই প্রচুর মেঘ সঞ্চার ঘটেছে। লঘুচাপটি আগামী ৭ থেকে ৮ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট লঘুচাপে এবং নিম্নচাপে পরিণত হতে ১৬-২০ ঘণ্টা সময় নেবে। আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ২৬ মে বুধবার নাগাদ উড়িষ্যা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছাতে পারে। আঘাত হানার সময় পশ্চিমঙ্গ ও উড়িষ্যার উপকূলে আঘাত হানবে, তখন বাতাসের গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। করোনা সংক্রমণের মধ্যে ঘূর্ণিঝড় ‘ইয়াশ’এর ক্ষয়ক্ষতি মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে তিনগুণ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে সরকার। শতভাগ মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। সরকারের টার্গেট মৃত্যুহার শূন্যের কোঠায় রাখতে সচেষ্ট দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়।