সব দেশ থেকে আসা বিমানের যাত্রীদের স্ক্রিনিং এর আওতায় আনা হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শুধু চীন নয়, সব দেশ থেকে আসা বিমানের যাত্রীদের স্ক্রিনিং এর আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব ও গবেষণা ইনস্টিটিউট।
দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান রোগতত্ত্ব ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি আরো জানান, এখন পর্যন্ত চীন ফেরত ৮৪৮৪ জনকে স্ক্রিনিং করা হয়েছে।এছাড়া মোট ৫৩ টি নমুনা পরীক্ষা করা হয়। তবে, এখন পর্যন্ত কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়নি। এছাড়া আশকোনা হজ ক্যাম্পে রাখা ৩০১ জনের সবাই সুস্থ আছেন বলেও জানান পরিচালক।