সব আমলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর নির্যাতন হয়েছে : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৬:৫৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
সব আমলেই আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর নির্যাতন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। করোনসহ যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের সাফল্যের কথা উল্লেখ করে জনগণের পাশে থাকতে নেতাকর্মীদের আহবান জানান প্রধানমন্ত্রী। এর আগে সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিতে সপরিবারে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।
প্রায় সাড়ে তিন বছর পর সোমবার সকালে সড়কপথে জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে সপরিবারে ঢাকা ছাড়েন শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমে বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ফাতিহা পাঠ ও বঙ্গবন্ধুসহ পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এসময় তার পুত্র- আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন দলের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রায় ঘন্টাব্যাপী চলা এ মতবিনিময় সভায় তিনি বলেন, শত নির্যাতন হলেও এখনো সাংগঠনিকভাবে শক্তিশালী আওয়ামী লীগ।
ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত এবং সমৃদ্ধ দেশ গড়তে বঙ্গবন্ধুর নেয়া বিভিন্ন উদ্যোগের কথাও স্মরণ করেন শেখ হাসিনা।
‘৭৫ পরবর্তী ক্ষমতাসীন কেউই দেশের জনগণের কল্যাণে কাজ করেনি বলেও অভিযোগ করেন সরকার প্রধান।
বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশের জনগণের জন্য কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।