সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ঝড়ের কবলে পড়ে স্পিড বোট উল্টে এক শিশু নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ঝড়ের কবলে পড়ে স্পিড বোট উল্টে এক শিশু নিহত হয়েছে।
বোটের বাকি ১৯ জন যাত্রী সাঁতরে তীরে উঠেতে পেরেছিল। স্থানীয়রা জানায়, সকালে দুর্যোগপুর্ণ আবহাওয়া উপেক্ষা করে কুমিরা গাট থেকে ১৮ জন যাত্রী নিয়ে একটি স্পিড বোট ছেড়ে যায় সন্দীপের উদ্দেশ্যে। সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছাকাছি গিয়ে কাল বৈশাখী ঝড়ের কবলে পরে নিয়ন্ত্রণ হারায় বোটটি। একপর্যায়ে জেলেদের জালে আটকে বোটটি উল্টে যায়। এতে সাগরে ডুবে এক শিশুর মৃত্যু হয়। বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।