সন্দীপ রেড্ডির কটাক্ষের যে জবাব দিলেন দীপিকা

- আপডেট সময় : ০৫:৪১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ভারতীয় চলচ্চিত্র ‘স্পিরিট’কে কেন্দ্র করে বলিউডে শুরু হয়েছে জোরদার বিতর্ক। খবরে প্রকাশ, ছবির নায়িকা হিসেবে দীপিকা পাড়ুকোনকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হলেও, পরে তাঁকে বাদ দেওয়া হয়। কারণ? বড় অঙ্কের পারিশ্রমিক দাবি এবং দৈনিক মাত্র আট ঘণ্টা কাজ করার শর্ত তিনি জুড়ে দেন।
এই বিষয়েই বিতর্ক উসকে দেন পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা। যদিও তিনি দীপিকার নাম উল্লেখ করেননি, তবে তাঁর বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নারীবিদ্বেষের অভিযোগ। পরিচালক মন্তব্য করেন, ‘‘কারও যদি অতিরিক্ত চাহিদা থাকে, কাজের প্রতি শ্রদ্ধা না থাকে, তাহলে তাদের নিয়ে কাজ করা যায় না। নারীবাদ মানে এই নয় যে আপনি সব সময় বিশেষ সুবিধা দাবি করবেন।’’
পরিচালকের এই মন্তব্যের পালটা প্রতিক্রিয়াও এসেছে দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রামের আইডিতে। সরাসরি কিছু না বললেও, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দীপিকা একটি পোস্ট শেয়ার করেন, যেখানে লেখা, “নিজের মূল্য জানাটা অহংকার নয়, আত্মসম্মান।”
দীপিকা পাড়ুকোনের এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে নেটিজেনদের জোর চর্চা। তাঁদের একাংশ মনে করছেন, এটি আসলে সন্দীপ রেড্ডি বঙ্গার উদ্দেশেই দীপিকার একপ্রকার কঠিন জবাব।
উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন দীর্ঘদিন ধরেই বলিউডে নিজের কর্মদক্ষতা ও পেশাদারিত্বের জন্য প্রশংসিত। একই সঙ্গে তিনি মানসিক স্বাস্থ্যের প্রচার এবং কর্মক্ষেত্রে নারীদের অধিকার নিয়ে বহু বার মুখ খুলেছেন।
‘স্পিরিট’ থেকে বাদ পড়া এবং তার পরবর্তী এই লড়াই ফের সামনে এনে দিল বলিউডে পেশাগত ন্যায্যতা ও লিঙ্গবৈষম্যের চর্চাকে।