আলাদা সড়ক দুর্ঘটনায় বিভিন্ন জেলায় ৫ জন নিহত

- আপডেট সময় : ০৫:১৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ভোলার ঘুইংগারহাট এলাকায় বাসের ধাক্কায় ৩ জন নিহত হন। এসময় আহত হন আরো ৫ জন। স্থানীয়রা জানায়, দুপুরে ভোলা থেকে চরফ্যাশনগামী বিসমিল্লাহ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা দু’টি অটোরিক্সাকে ধাক্কা দিলে ৩ জন নিহত হন। পরে আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় পাবনা কৃষি উন্নয়ন কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন ভূইয়া নিহত হয়েছে। নিহত সাজ্জাদ হোসেন ভূইয়া নরসিংদীর সদর থানাধীন পশ্চিম কান্দাপাড়া মহল্লার বাসিন্দা। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাহজাহান আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, চুয়াডাঙ্গার আলোকদিয়ায় ট্রাকের ধাক্কায় রহমত উল্লাহ নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। নিহত রহমত উল্লাহ ভালাইপুর মান্নান খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।