সই জালিয়াতির মামলায় সাতক্ষীরার ইউনিয়ন ভূমি সহকারী গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
এসি ল্যান্ড ও প্রধান সহকারীর সই জালিয়াতির মামলায় সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়ন ভূমি সহকারী আবু সুফিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা করেন সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী আজিবর রহমান। তিনি জানান, ২০২০ সালের দিকে নায়েব আবু সুফিয়ানের কাছে জমির মিউটেশন বাবদ টাকা দেন। পরবর্তীতে ওই কপি নিয়ে খাজনা দিতে গেলে ভূমি অফিস জানায়, স্বাক্ষরগুলো জাল। এই ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিলে তিনি জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেন। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার তদন্তে গেলে স্বাক্ষর জালিয়াতির বিষয়টি স্বীকার করেন সুফিয়ান। এ বিষয়ে সাতক্ষীরা স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করা হয়।