সংস্কারের অভাবে বেহাল ময়মনসিংহ শহরের সড়ক
- আপডেট সময় : ০৪:৪২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ১৫০৫ বার পড়া হয়েছে
সংস্কারের অভাবে বেহাল ময়মনসিংহ শহরের সড়ক । জীবনের ঝুঁকি নিয়ে এসব সড়ক দিয়ে চলাচল করছে যাত্রী ও মালামালবাহী পরিবহন। সংশ্লিষ্ট দপ্তর গুলোর কাজের জবাবদিহিতা না থাকায় এ অঞ্চলের সড়কের উন্নয়ন হচ্ছে না বলে জানান নাগরিক সমাজের নেতারা । সড়ক ও জনপথ বিভাগ বলছে, সড়ক সংস্কার চলমান , নেয়া হচ্ছে নতুন প্রকল্প। আর সিটি কর্পোরেশন বলছে, ঠিকাদার পালিয়ে যাওয়ায় প্রক্রিয়াধীন রয়েছে নতুন টেন্ডার।
ময়মনসিংহ শহরের ভিতর দিয়ে প্রবেশ করেছে ঢাকা, জামালপুর, টাঙ্গাইল, নেত্রকোণা, শেরপুর এবং কিশোরগঞ্জ মহাসড়ক। এসব মহাসড়কের সাথে যুক্ত রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অসংখ্য সংযোগ সড়ক। যা দিয়ে চলাচল করে ধীরগতির যানবাহনগুলো।
দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়ক ও জনপথ বিভাগ এবং সিটি কর্পোরেশনের সড়কগুলো বেহাল। খানাখন্দে ভরা এসব সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। প্রায়ই ঘটছে ছোটবড় দুর্ঘটনা।
জবাবদিহিতা না থাকায় ময়মনসিংহ শহরের সড়ক ব্যবস্থার উন্নয়ন হচ্ছে না বলে জানান নিরাপদ সড়ক চাই আন্দোলনের এই নেতা।
এদিকে সড়ক বিভাগ বলছে, চলমান আছে সড়ক সংস্কার। নেয়া হচ্ছে বিভিন্ন প্রকল্প। আর সিটি কর্পোরেশন বলছে, ঠিকাদার পালিয়ে যাওয়ায় বন্ধ হওয়া কাজগুলোর টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে।
নিরাপদ যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর।
























