সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্তির বৈধতার বিষয়ে আপিল বিভাগের শুনানি বৃহস্পতিবার
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৯:০৬:০১ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
 - / ১৬২০ বার পড়া হয়েছে
 
সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্তির বৈধতার বিষয়ে আপিল বিভাগের পূর্নাঙ্গে বেঞ্চের শুনানি আগামী বৃহস্পতিবার।
আপিল বিভাগের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেয়। সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামী। শুনানি শেষে ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর ওই রিট খারিজ করে দেয় হাইকোর্ট। ২০১৬ সালের ৬ নভেম্বর পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি বের হয়। ওই বছর ১২ নভেম্বর সেই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করেন রিটকারি। বিষয়টির গুরুত্ব বিবেচনায় আপিলের পূর্নাঙ্গে বেঞ্চে শুনানির পক্ষে মত দেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। শুনানি শেষে বৃহস্পতিবার দিন ঠিক করে আদালত।
																			
																		















