শ্রম আদালতে চলবে ড. ইউনূসের মামলা : ২৯ আগস্ট আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
শ্রম আদালতে ড. ইউনূসের মামলায় স্থগিতাদেশ দেয়নি চেম্বার জজ। ২৯ আগস্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ নিয়ে শুনানি হবে। চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
আইন লঙ্ঘনের মামলা স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন করেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তার পক্ষে আইনজীবী এ আবেদন করেন। গত ১৭ আগস্ট মামলা বাতিল চেয়ে ড. ইউনূসের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। এতে তার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলতে বাধা দূর হয়। গত ১৩ জুন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম নিম্ন আদালতে দুই মাস স্থগিত থাকবে বলে আদেশ দেয় আপিল বিভাগ। একইসঙ্গে মামলা কেন বাতিল হবে না, এই মর্মে জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেয়া হয়। আপিল বিভাগের আদেশে রুল শুনানি শেষে আজ খারিজ করে দিলেন।