আজ চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
- / ২২৩৩ বার পড়া হয়েছে
নূন্যতম ২৫ হাজার টাকা মজুরি নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনের মধ্যেই শুরু হয়েছে মজুরি বোর্ডের সভা।
সভায় চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি। একদিকে সভা চলছে, অন্যদিকে মজুরি বোর্ডের নিচে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বিভিন্ন সংগঠনের ব্যানারে ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিক পক্ষের প্রস্তাব মেনে নেয়ার পক্ষে নানা শ্লোগানে মুখর রাজধানীর তোপখানা। বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষের জন্যে শ্রমিকরা দায়ী করছেন মালিকদের।
তারা বলেন, নভেম্বরের মধ্যেই ন্যূনতম মজুরি নির্ধারণ না হলে তাদের পক্ষে টিকে থাকা সম্ভব হবে না।


























