শেরপুরে বালু চাপায় এক বালু শ্রমিক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ীর চেল্লাখালী নদী থেকে বালু উত্তোলনের সময় বালু চাপায় রিপন মিয়া নামে এক বালু শ্রমিক নিহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে। রিপন পার্শ্ববর্তী আন্দারুপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, প্রশাসনের নিষেধ থাকলেও নদী তীরবর্তী সমতল বোরিং করে বালু উত্তোলন করছিল স্থানীয় এক বালু ব্যবসায়ী। সন্ধ্যার দিকে প্রায় ৩০ ফুট গভীর থেকে বালু উত্তোলনকালে গর্তের পাড় ধ্বসে চাপা পড়ে রিপন। সহকর্মীরা উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।




















