শেরপুরে গারো সম্প্রদায়ের নবান্ন উৎসব-ওয়ানগালা অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
শেরপুরে গারো সম্প্রদায়ের নবান্ন উৎসব- ওয়ানগালা অনুষ্ঠিত হয়েছে।
ত্বক্কা অনুষ্ঠান, পূজা-অর্চনা ও নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নেচে-গেয়ে উৎসবমুখর পরিবেশে ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীতে এই ওয়ানগালা অনুষ্ঠিত হয়। গারো জাতিগোষ্ঠীর বিশ্বাস- ‘মিশি সালজং’ বা শস্য-দেবতার ওপর ভরসা রাখলে ফসলের ফলন ভালো হয়। দেবতাকে নতুন ফসলের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং নতুন ফসল খাওয়ার অনুমতি চেয়ে গারো সম্প্রদায়ের মানুষরা প্রতিবছরই এ ওয়ানগালার আয়োজন করে থাকে।