শেখ হাসিনা দেশের হাল ধরায় বাংলাদেশ বিশ্বের একটি রোল মডেল: ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৮:০৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে সঠিক সময়ে দেশের হাল ধরায় বাংলাদেশ বিশ্বের বুকে এখন একটি রোল মডেল। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এই দিন শুধু ব্যক্তি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ছিল না, এ দিন ছিল গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিভিন্ন সংগঠনের মাঝে ত্রাণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ করে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।
তিনি বলেন, ১৯৮১ সালে শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন বলেই, বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলংকমুক্ত করা সম্ভব হয়েছে। শেখ হাসিনার জন্যই বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
করোনা সংকটের শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যকরি পদক্ষেপ নেয়ায় বাংলাদেশে এখনো বিশ্বের অন্য দেশের তুলনায় ভালো অবস্থানে আছে বলে জানান ওবায়দুল কাদের।
সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে আলোর পথে যাত্রা শুরু করে বাংলাদেশ।