শুল্ক কমানোয় ভারত থেকে আমদানি করা চাল খালাস শুরু হয়েছে
- আপডেট সময় : ০২:০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
শুল্ক কমানোয় হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা চাল খালাস শুরু হয়েছে। এর আগে শুল্ক কমানোর দাবী জানিয়ে আসছিল চাল আমদানীকারকরা।গেল রাত থেকে হিলি স্থল বন্দরে চাল খালাস শুরু হয়
আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, শুল্ক কমানো ও আমদানির অনুমতি পাওয়ায় ব্যবসায়ীরা ভারত থেকে চাল আমদানি বাড়িয়ে দেয়। ফলে দেশের বাজারে চালের দাম স্থিতিশীল থাকবে। বর্তমানে এই বন্দরে ২৮১টি ট্রাকে আসা ৯ হাজার টনের বেশি চাল খালাসের অপেক্ষায় রয়েছে।
দেশের কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার চালের আমদানি শুল্ক বাড়ায়। ফলে গত বছরের ৩১ অক্টোবর থেকে হিলি বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ হয়ে যায়। সম্প্রতি দেশীয় চালের সরবরাহ কমের অজুহাতে অস্থিতিশীল হয়ে ওঠে চালের বাজার।
এ অবস্থায় সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি শুল্ক ৬২.৫ থেকে কমিয়ে ২৫ ভাগ করে চাল আমদানির অনুমতি দেয় সরকার। পরে ২৩ জুলাই থেকে বন্দর দিয়ে পুনরায় চাল আমদানি শুরু হয়।





















