শুরু হয়েছে দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:২৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
 - / ১৬০৩ বার পড়া হয়েছে
 
ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধিত আইন নিয়ে বিভিন্ন রাজ্যে দুই মাস ধরে চলা বিক্ষোভের মধ্যে শুরু হয়েছে দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ।
শনিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে দিল্লির ১৩ হাজারেরও বেশি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অ্যাপ ও কিউআর কোডসহ প্রযুক্তিনির্ভর এ নির্বাচনে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সঙ্গে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি মূল লড়াই হবে বলে বিভিন্ন জনমত জরিপে উঠে এসেছে। আর ভারতের বিরোধীদল কংগ্রেস নির্বাচনে ১০-১৫ শতাংশ ভোট পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিধানসভা নির্বাচনের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে শৃঙ্খলা রক্ষা বাহিনী। ভোট কেন্দ্র ও আশপাশের এলাকায় বিপুল পরিমাণ পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
																			
																		














