শীত বাড়ার সাথে সাথে রংপুরের হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা

- আপডেট সময় : ১২:২৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫২ বার পড়া হয়েছে
শীত বাড়ার সাথে সাথে রংপুরের হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। হাড় কাঁপানো শীত আর শৈত্য প্রবাহে বেশী আক্রান্ত হচ্ছে নবজাতক ও শিশুরা। সেই সাথে শীত নিবারনের চেষ্টায় আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ রোগীর সংখ্যাও বাড়ছে। রংপুর মেডিকেলের বার্ণ ইউনিটে মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ তিন রোগীর।
পৌসের শুরুতেই তীব্র শীতে বিপর্যস্ত উত্তরের জনজীবন। সেই সাথে হিমেল হাওয়া আর ঘনকুয়াশায় শীত নিবারনেই দায় ছিন্নমূল মানুষের।
খর-কুটো জালিয়ে শীত নিবারনের চেষ্টা করলেও অগ্নিদগ্ধের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। গেল কয়েক দিনে আগুন পোহাতে গিয়ে রংপুর মেডিকেলে মৃত্যু হয়েছে তিন রোগীর।
তীব্র শীতে হাসপাতাল গুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। নিউমোনিয়া, স্বাসকষ্ট, ডাইরিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে নবজাতক, শিশু ও বৃদ্ধরা। চিকৎসকরা জানিয়েছেন, অসতর্কতার কারনেই রাড়ছে অগ্নিদগ্ধের ঘটনা আর সঠিক পরিচর্যার অভাবে আক্রান্ত হচ্ছে শিশুরা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি রয়েছেন অগ্নিদগ্ধ ১৮ রোগী। এরমধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।