শিক্ষার্থীদের করোনাকালীন লেখাপড়ার ঘাটতি পোষাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে : শিক্ষামন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
- / ১৬১০ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের করোনাকালীন লেখাপড়ার ঘাটতি পোষাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
সকালে বরিশাল বিমানবন্দরে যাত্রা বিরতিতে একথা বলেন তিনি। এসময় মন্ত্রী আরো বলেন, ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে পাঠদান শুরু হয়েছে। করোনার সময়ে অনলাইনে ৬০ এবং এ্যাসাইনমেন্টের মাধ্যমে ৯৩ ভাগ শিক্ষার্থীকে লেখাপড়ায় সংযুক্ত রাখা হয়েছে। পরে, তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার দিকে রওনা দেন। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী উপস্থিত ছিলেন।



























