টাইফুন- ‘নানমাদোলে’র তাণ্ডবে লন্ডভন্ড জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল

- আপডেট সময় : ০৯:২৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
শক্তিশালী টাইফুন- ‘নানমাদোলে’র তাণ্ডবে লন্ডভন্ড জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিউশুসহ উপকূলীয় বেশ কয়েকটি অঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭ লাখ ঘরবাড়িসহ নানা স্থাপনা।
গতকাল সন্ধ্যায় জাপানের উপকূলীয় অঞ্চলে দেড়শ মাইল গতিবেগে আঘাত হানে ঝড়টি। মুষলধারে বৃষ্টিপাত ও দমকা হাওয়ায় বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, সকালে ফুকুওকা শহরের কাছে টাইফুন নানমাদোলের গতিবেগ ছিল সর্বোচ্চ ঘণ্টায় ৭৮ মাইল। নানমাদোলের গতিপথ ঘুরে জাপানের প্রধান দ্বীপ হোনশু অতিক্রম করবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ফলে টাইফুনের প্রভাবে মঙ্গলবার হোনশুতেও ভারি বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। যেখানে বন্যা ও ভূমিধসের ঘটনাও ঘটতে পারে। এদিকে, এএনএ হোল্ডিংস ইনেকরপোরেশন এবং জাপান এয়ারলাইনস করপোরেশন তাদের আটশ ফ্লাইট বাতিল করেছে। কিউশুতে সকালে প্রায় তিন লাখ বাড়ি বিদ্যুৎবিহীন ছিল।