লোডশেডিংয়ের সাথে সার-ডিজেলসহ কৃষি উপকরণের দাম বৃদ্ধিতে খরচ বেড়েছে আমন চাষে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ধান চাষে উদ্বৃত্ত- উত্তরাঞ্চলের জেলাগুলোর কৃষকরা এবার মহাসংকটে পড়েছেন। বিদ্যুতের লোডশেডিংয়ের সাথে সার, ডিজেলসহ কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায়, আমন চাষের খরচ বেড়েছে কয়েক গুণ। এখন নাজুক অবস্থা সকলেরই। চাষের বাড়তি খরচ মেটাতে হিমসিম খাচ্ছেন তারা।
গেলো বোরো মৌসুমে অতিবৃষ্টিতে ক্ষেতের পাকা ধান ঘরে তুলতে পারেনি বেশিরভাগ কৃষক। এবার সেই ক্ষতি কাটিয়ে উঠতে আমন নিয়ে স্বপ্ন দেখছেন তারা। কিন্তু ভরা বর্ষায় বৃষ্টি নেই। বাধ্য হয়ে সেচ দিয়ে আমন রোপণ করতে হচ্ছে। এর মধ্যে হঠাৎ করেই বেড়েছে সার ও ডিজেলের দাম।
বীজ, সেচ, কীটনাশক, চাষাবাদ, মজুরসহ সব খরচই বেড়েছে অস্বাভাবিক হারে। এতে ক্ষতির আশংকায় কৃষক।
কৃষিতে দাম বাড়ানোর প্রভাবের কথা স্বীকার করলেন জেলা কৃষি কর্মকর্তা।
ক্ষতি পুষিয়ে নিতে আমন চাষে বিশেষ প্রণোদনার দাবি করেছেন উত্তরাঞ্চলের এ কৃষক।