লাহোর টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
লাহোর টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে ১৩৪ রানের লিড অজিদের। দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ বিনা উইকেটে ১১ রান।
এর আগে, হতাশায় শেষ হয় পাকিস্তান তৃতীয় দিন। প্যাট কামিন্স আর মিচেল স্টার্কের বোলিং তাণ্ডবে ২৬৮ রানে অলআউট হয় স্বাগতিকরা। ১ উইকেটে ৯০ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তানে হয়ে কেউই এদিন প্রতিরোধ গড়তে পারেননি। আজহার আলী ৭৮ আর বাবর আজম ৬৭ করে ফিরলে ভেঙ্গে পরে প্রতিরোধের দেয়াল। এর আগে, ৮১ রানে আউট হন আব্দুল্লাহ শফিক। শেষের ১২ রান তুলতেই শেষ পাঁচ উইকেট হারায় পাকিস্তান। প্যাট কামিন্স পাঁচটি আর চার উইকেট নেন মিচেল স্টার্ক। প্রথম ইনিংসে ৩৯১ রানে অলআউট হয়ছিলো অস্ট্রেলিয়া।