লাইনে দাঁড়িয়ে সার কেনার প্রতিযোগিতায় নামতে হয়েছে নওগাঁর কৃষকদের

- আপডেট সময় : ০২:৩১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
লাইনে দাঁড়িয়ে সার কেনার প্রতিযোগিতায় নামতে হয়েছে নওগাঁর কৃষকদের। তারপরও চাহিদা অনুযায়ী সার না পাওয়ার অভিযোগ।
এর মধ্যেই সারের বড় অবৈধ মজুদ ধরাপড়েছে প্রশাসনের হাতে। অন্যদিকে সার অব্যবস্থাপনার দায়ে জেলার ৪ উপজেলা কৃষি কর্মকর্তাকে শাস্তিমূলক বদলী করেছে মন্ত্রনালয়।
সার না পেয়ে ডিলার ও চাষীর এই মারামারির চিত্র নওগাঁর বিলাশবাড়ী এলাকার। মাঠের ফসল বাঁচাতে কাজ বন্ধ করে বিক্রয় কেন্দ্রে সার কেনার এমন প্রতিযোগিতা কৃষকদের। কৃষকরা বলছেন, চাহিদা অনুযায়ী মিলছে না সার।
এমন সংকট মুহূর্তেও ২ সেপ্টেম্বর পোরশা থেকে অবৈধ মজুদ সাড়ে ৬’শ বস্তা সার উদ্ধার করা হয়। এরপরই টনক নড়ে কর্তাদের। বদলী করা হয় জেলার ৪ উপজেলা কৃষি কর্মকর্তাকে।
এতকিছুর মাঝেও ভিন্ন কথা বলছেন জেলা কৃষি কর্মকর্তার। বললেন, চাকুরির নিয়ম মেনেই বদলী করা হয়েছে কর্মকর্তাদের। এর সাথে সার ব্যবস্থাপনার কোনও সম্পর্ক নেই।
জেলার ১১ উপজেলায় ৩’শ ৩৩ জন ডিলারের অধীনে সার বিক্রয় চলছে।