০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

র‌্যাবের অগ্রগতিতে খুশি মার্কিন সহকারী মন্ত্রী

এস. এ টিভি
  • আপডেট সময় : ১২:৩১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
  • / ১৫৩৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) উপর নিষেধাজ্ঞার পর বিচারবহির্ভূত হত্যা কমে আসায় প্রশংসা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু৷

তিনি বলেন, ‘‘বিচারবহির্ভূত হত্যা কমিয়ে আনার ক্ষেত্রে অসামান্য উন্নতি হয়েছে৷’’ সেই সব দেশের আগে বাংলাদেশ জিএসপি সুবিধা পাবে বলে বলেও আশ্বাস দিয়েছেন ডোনাল্ড লু৷

মার্কিন সহকারী মন্ত্রী শনিবার রাতে ঢাকায় আসেন৷ বিমানবন্দর থেকে তিনি সরাসরি পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আবদুল মোমেনের বাসায় যান এবং নৈশভোজে অংশ নেন৷ রাতে তাদের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক হয়৷

রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের পর যৌথ ব্রিফিংয়ে কথা বলেন ডোনাল্ড লু৷

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘‘র‌্যাব প্রসঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে৷ গত সপ্তাহের হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে, বিচারবহির্ভূত হত্যা কমিয়ে আনার ক্ষেত্রে অসামান্য উন্নতি হয়েছে৷ এটা খুবই ভালো কাজ৷ এটা প্রমাণিত হয়, র‌্যাব সন্ত্রাস প্রতিরোধ ও আইন প্রয়োগের দায়িত্ব মানবাধিকার রক্ষা করেই করতে পারবে৷’’

তিনি বলেন, ‘‘আমরা খুব খোলামেলা আলোচনা করেছি৷ যুক্তরাষ্ট্রের একটা কমিটমেন্ট আছে, গণতন্ত্র এবং মানবাধিকার৷ আমরা যখন সমস্যা দেখি, তখন কথা বলি, পরামর্শ দেই৷ আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলি৷ আমরা আমাদের গুরত্বপূর্ণ অংশীদার বাংলাদেশের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করতে চাই৷’’

তিনি আরো বলেন, “আমরা খুবই গর্বিত, আমরা আজ শ্রম অধিকার নিয়ে কথা বলেছি৷ বাংলাদেশের মানুষ ও বাণিজ্যিক সম্পর্কের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়৷”

জিএসপি সুবিধা প্রসঙ্গে লু বলেন,‘‘আমরা সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি৷ এই তালিকার অনুমোদন পেলে প্রথম দেশ হবে বাংলাদেশ৷’’

পররাষ্ট্রমন্ত্রী যা বললেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন,‘‘আমার সঙ্গে ওনার দীর্ঘ আলোচনা হয়েছে৷ আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছি৷ আলোচনা খুব কনস্ট্রাকটিভ হয়েছে৷ যুক্তরাষ্ট্র আমাদের পুরোনো বন্ধু৷ গত ৫০ বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ৷ আর আমরা আগামী ৫০ বছরে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চাই৷ এটা নিয়ে আমরা আলাপ করেছি৷ মোটামুটি আমরা ঐকমত্যে আছি৷ আমরা ভবিষ্যতে ভালো দিনের অপেক্ষায় রয়েছি৷’’

“আমাদের যে যোগাযোগ এটা খুব কাজের৷ এর ফলে আমাদের মধ্যে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, সেগুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারব৷ আর আমরা ভালো পরামর্শ পেলে অবশ্যই গ্রহণ করব৷ তার নমুনাও দেখিয়েছি৷ আমাদের কোথাও যদি দুর্বলতা থাকে আমরা ওটা নিয়ে কাজ করব,” বলেন পররাষ্ট্রমন্ত্রী৷

তিনি আরো বলেন, “আওয়ামী লীগ ভোটের মাধ্যমে সরকারে এসেছে কখনো বুলেটের মাধ্যমে আসেনি৷ আমাদের বিশ্বাস আছে জনগণের প্রতি আর আমরা চাই বিশ্ব শান্তি৷ সব জায়গায় শান্তি যাতে প্রতিষ্ঠিত হয়, সে জন্য আমরা অগ্রণী ভূমিকা গ্রহণ করি৷”

ডোনাল্ড লু ঢাকায় নাগরিক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও মানবাধিকার কর্মীদের সাথেও কথা বলেছেন৷ সেখানে ছিলেন বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান৷

তিনি বলেন, “বৈঠকে তিনি বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন৷ নির্বাচন, তিন পার্বত্য জেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা, পরিবেশ ইত্যাদি বিষয়ে কথা হয়েছে৷”

মানবাধিকার কর্মীদের সঙ্গে তার আলোচনা হয়েছে সন্ধ্যার পর৷

‘মানসিকতায় পরিবর্তন আসেনি’

মানবাধিকার কর্মী নূর খান বলেন, ‘‘মার্কিন মন্ত্রী শতভাগ সত্য বলেছেন৷ মানবাধিকার লঙ্ঘন না করেও চাইলে আইনশৃঙ্খলা বাহিনি আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমন করতে পারে৷’’

তার কথা, ‘‘মেজর (অব.) সিনহা হত্যার পরও ক্রসফায়ার কমেছিল৷ পরে আবার শুরু হয়৷ মার্কিন নিষেধাজ্ঞার পর এখন আবার কমেছে৷ তবে এটা শেষ হয়ে গেছে তা বলা যাবে না৷ একটি ক্রসফায়ারের ঘটনাও গ্রহণযোগ্য নয়৷ ক্রসফায়ার কমলেও মানসিকতায় কোনো পরিবর্তন এসেছে বলে আমি মনে করি না৷ নৈতিকতায় কোনো পবির্তন এসেছে বলে মনে করি না৷’’

তিনি বলেন, ‘‘ক্রসফায়ার স্থায়ীভাবে বন্ধ করতে হলে একটি স্বাধীন কমিশন গঠন করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ পর্যন্ত এইসব বিচার বহির্ভূত হত্যায় যারা জড়িত তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে৷’’

‘নতুন নিষেধাজ্ঞার’ শঙ্কা নেই

সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন মনে করেন, ‘‘লু যেসব কথা বলেছেন তাতে আমার ইতিবাচকই মনে হয়েছে৷ সামনে আর কোনো নিষেধাজ্ঞা আসবে বলে আমার মনে হয় না৷ তবে আমাদের মন্ত্রীর সঙ্গে মার্কিন মন্ত্রীর কথা বার্তার পার্থক্য আছে সেটা বুঝতে হবে৷ মার্কিন মন্ত্রী কিন্তু বলেছেন গণতন্ত্র, বাকস্বাধীনতা মানবাধিকার নিয়ে তারা কথা বলবেন৷ এবং এটা অব্যাহত থাকবে বলেই আমার মনে হয়৷’’

তিনি বলেন, ‘‘আমরা আসলে অতি উদ্বেগ দেখাই৷ মার্কিন যুক্তরাষ্ট্রকে লম্বা চিঠি দেয়া, গণতন্ত্র নিয়ে তাদের কথা বলার দরকার নাই মন্ত্রীর এইসব কথায়ই যেন নিষেধাজ্ঞা আসছে বলে মনে হয়৷ সবকিছু এভাবে প্রকাশ্যে বলতে নাই৷’’

তিনি বলেন, ‘‘র‌্যাবের ওপর তো মার্কিন নিষেধাজ্ঞা এখন জাস্টিফায়েড হলো৷ নিষেধাজ্ঞার কারণেই তো ক্রসফায়ার অনেক কমে গেল৷ সে কারণেই তারা নিষেধাজ্ঞা দিয়েছে৷ তার আগে তো কমেনি৷ এখানকার মানবাধিকার কর্মীরও তো তাই বলছেন৷’’

‘‘আমরা যতই মনঃক্ষুন্ন হই না কেন গণতন্ত্র, বাক স্বাধীনতা ও মানবাধিকার নিয়ে তারা কথা বলবেই,’’ বলেন সাবেক এই পররাষ্ট্র সচিব৷

প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে মার্কিন নিষেধাজ্ঞার পর বাংলাদেশে ২০২২ মাসে ১২ মাসে তিনটি ক্রসফয়ারের ঘটনা ঘটেছে বলে মানবাধিকার সংগঠনের প্রতিবেদন থেকে জানা যায়৷

এর আগের বছর ২০২১ সালে ক্রসফায়ার বা বন্দুক যুদ্ধে নিহত হন ৫১ জন৷ ২০২১ সালের তুলনায় ক্রসফয়ার বা বন্দুক যুদ্ধের ঘটনা শতকরা ৯৪ ভাগ কমে গেছে৷ ২০২০ সালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মোট ১৮৮ জন নিহত হন৷

দিল্লি থেকে ঢাকায় এসেছেন ডোনাল্ড লু৷ এর আগে সফর করে গেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলিন লাউবেখার৷ রবিবার রাতেই তার ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে ডোনাল্ড লু’র৷

ডয়চে ভেলে

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

র‌্যাবের অগ্রগতিতে খুশি মার্কিন সহকারী মন্ত্রী

আপডেট সময় : ১২:৩১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩

বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) উপর নিষেধাজ্ঞার পর বিচারবহির্ভূত হত্যা কমে আসায় প্রশংসা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু৷

তিনি বলেন, ‘‘বিচারবহির্ভূত হত্যা কমিয়ে আনার ক্ষেত্রে অসামান্য উন্নতি হয়েছে৷’’ সেই সব দেশের আগে বাংলাদেশ জিএসপি সুবিধা পাবে বলে বলেও আশ্বাস দিয়েছেন ডোনাল্ড লু৷

মার্কিন সহকারী মন্ত্রী শনিবার রাতে ঢাকায় আসেন৷ বিমানবন্দর থেকে তিনি সরাসরি পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আবদুল মোমেনের বাসায় যান এবং নৈশভোজে অংশ নেন৷ রাতে তাদের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক হয়৷

রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের পর যৌথ ব্রিফিংয়ে কথা বলেন ডোনাল্ড লু৷

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘‘র‌্যাব প্রসঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে৷ গত সপ্তাহের হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে, বিচারবহির্ভূত হত্যা কমিয়ে আনার ক্ষেত্রে অসামান্য উন্নতি হয়েছে৷ এটা খুবই ভালো কাজ৷ এটা প্রমাণিত হয়, র‌্যাব সন্ত্রাস প্রতিরোধ ও আইন প্রয়োগের দায়িত্ব মানবাধিকার রক্ষা করেই করতে পারবে৷’’

তিনি বলেন, ‘‘আমরা খুব খোলামেলা আলোচনা করেছি৷ যুক্তরাষ্ট্রের একটা কমিটমেন্ট আছে, গণতন্ত্র এবং মানবাধিকার৷ আমরা যখন সমস্যা দেখি, তখন কথা বলি, পরামর্শ দেই৷ আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলি৷ আমরা আমাদের গুরত্বপূর্ণ অংশীদার বাংলাদেশের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করতে চাই৷’’

তিনি আরো বলেন, “আমরা খুবই গর্বিত, আমরা আজ শ্রম অধিকার নিয়ে কথা বলেছি৷ বাংলাদেশের মানুষ ও বাণিজ্যিক সম্পর্কের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়৷”

জিএসপি সুবিধা প্রসঙ্গে লু বলেন,‘‘আমরা সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি৷ এই তালিকার অনুমোদন পেলে প্রথম দেশ হবে বাংলাদেশ৷’’

পররাষ্ট্রমন্ত্রী যা বললেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন,‘‘আমার সঙ্গে ওনার দীর্ঘ আলোচনা হয়েছে৷ আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছি৷ আলোচনা খুব কনস্ট্রাকটিভ হয়েছে৷ যুক্তরাষ্ট্র আমাদের পুরোনো বন্ধু৷ গত ৫০ বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ৷ আর আমরা আগামী ৫০ বছরে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চাই৷ এটা নিয়ে আমরা আলাপ করেছি৷ মোটামুটি আমরা ঐকমত্যে আছি৷ আমরা ভবিষ্যতে ভালো দিনের অপেক্ষায় রয়েছি৷’’

“আমাদের যে যোগাযোগ এটা খুব কাজের৷ এর ফলে আমাদের মধ্যে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, সেগুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারব৷ আর আমরা ভালো পরামর্শ পেলে অবশ্যই গ্রহণ করব৷ তার নমুনাও দেখিয়েছি৷ আমাদের কোথাও যদি দুর্বলতা থাকে আমরা ওটা নিয়ে কাজ করব,” বলেন পররাষ্ট্রমন্ত্রী৷

তিনি আরো বলেন, “আওয়ামী লীগ ভোটের মাধ্যমে সরকারে এসেছে কখনো বুলেটের মাধ্যমে আসেনি৷ আমাদের বিশ্বাস আছে জনগণের প্রতি আর আমরা চাই বিশ্ব শান্তি৷ সব জায়গায় শান্তি যাতে প্রতিষ্ঠিত হয়, সে জন্য আমরা অগ্রণী ভূমিকা গ্রহণ করি৷”

ডোনাল্ড লু ঢাকায় নাগরিক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও মানবাধিকার কর্মীদের সাথেও কথা বলেছেন৷ সেখানে ছিলেন বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান৷

তিনি বলেন, “বৈঠকে তিনি বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন৷ নির্বাচন, তিন পার্বত্য জেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা, পরিবেশ ইত্যাদি বিষয়ে কথা হয়েছে৷”

মানবাধিকার কর্মীদের সঙ্গে তার আলোচনা হয়েছে সন্ধ্যার পর৷

‘মানসিকতায় পরিবর্তন আসেনি’

মানবাধিকার কর্মী নূর খান বলেন, ‘‘মার্কিন মন্ত্রী শতভাগ সত্য বলেছেন৷ মানবাধিকার লঙ্ঘন না করেও চাইলে আইনশৃঙ্খলা বাহিনি আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমন করতে পারে৷’’

তার কথা, ‘‘মেজর (অব.) সিনহা হত্যার পরও ক্রসফায়ার কমেছিল৷ পরে আবার শুরু হয়৷ মার্কিন নিষেধাজ্ঞার পর এখন আবার কমেছে৷ তবে এটা শেষ হয়ে গেছে তা বলা যাবে না৷ একটি ক্রসফায়ারের ঘটনাও গ্রহণযোগ্য নয়৷ ক্রসফায়ার কমলেও মানসিকতায় কোনো পরিবর্তন এসেছে বলে আমি মনে করি না৷ নৈতিকতায় কোনো পবির্তন এসেছে বলে মনে করি না৷’’

তিনি বলেন, ‘‘ক্রসফায়ার স্থায়ীভাবে বন্ধ করতে হলে একটি স্বাধীন কমিশন গঠন করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ পর্যন্ত এইসব বিচার বহির্ভূত হত্যায় যারা জড়িত তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে৷’’

‘নতুন নিষেধাজ্ঞার’ শঙ্কা নেই

সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন মনে করেন, ‘‘লু যেসব কথা বলেছেন তাতে আমার ইতিবাচকই মনে হয়েছে৷ সামনে আর কোনো নিষেধাজ্ঞা আসবে বলে আমার মনে হয় না৷ তবে আমাদের মন্ত্রীর সঙ্গে মার্কিন মন্ত্রীর কথা বার্তার পার্থক্য আছে সেটা বুঝতে হবে৷ মার্কিন মন্ত্রী কিন্তু বলেছেন গণতন্ত্র, বাকস্বাধীনতা মানবাধিকার নিয়ে তারা কথা বলবেন৷ এবং এটা অব্যাহত থাকবে বলেই আমার মনে হয়৷’’

তিনি বলেন, ‘‘আমরা আসলে অতি উদ্বেগ দেখাই৷ মার্কিন যুক্তরাষ্ট্রকে লম্বা চিঠি দেয়া, গণতন্ত্র নিয়ে তাদের কথা বলার দরকার নাই মন্ত্রীর এইসব কথায়ই যেন নিষেধাজ্ঞা আসছে বলে মনে হয়৷ সবকিছু এভাবে প্রকাশ্যে বলতে নাই৷’’

তিনি বলেন, ‘‘র‌্যাবের ওপর তো মার্কিন নিষেধাজ্ঞা এখন জাস্টিফায়েড হলো৷ নিষেধাজ্ঞার কারণেই তো ক্রসফায়ার অনেক কমে গেল৷ সে কারণেই তারা নিষেধাজ্ঞা দিয়েছে৷ তার আগে তো কমেনি৷ এখানকার মানবাধিকার কর্মীরও তো তাই বলছেন৷’’

‘‘আমরা যতই মনঃক্ষুন্ন হই না কেন গণতন্ত্র, বাক স্বাধীনতা ও মানবাধিকার নিয়ে তারা কথা বলবেই,’’ বলেন সাবেক এই পররাষ্ট্র সচিব৷

প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে মার্কিন নিষেধাজ্ঞার পর বাংলাদেশে ২০২২ মাসে ১২ মাসে তিনটি ক্রসফয়ারের ঘটনা ঘটেছে বলে মানবাধিকার সংগঠনের প্রতিবেদন থেকে জানা যায়৷

এর আগের বছর ২০২১ সালে ক্রসফায়ার বা বন্দুক যুদ্ধে নিহত হন ৫১ জন৷ ২০২১ সালের তুলনায় ক্রসফয়ার বা বন্দুক যুদ্ধের ঘটনা শতকরা ৯৪ ভাগ কমে গেছে৷ ২০২০ সালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মোট ১৮৮ জন নিহত হন৷

দিল্লি থেকে ঢাকায় এসেছেন ডোনাল্ড লু৷ এর আগে সফর করে গেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলিন লাউবেখার৷ রবিবার রাতেই তার ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে ডোনাল্ড লু’র৷

ডয়চে ভেলে