দুর্নীতি করতেই বিদ্যুৎ কিনতে ভারতের আদানী গ্রুপের সাথে সরকার চুক্তি করেছে: মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৮:৫৯:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর ভারত সফর থেকে কখনও কিছু অর্জন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী দেশে ফিরলে এ ব্যাপারে বিস্তারিত প্রতিক্রিয়া জানাবে বিএনপি। দুর্নীতি করতেই বিদ্যুৎ কিনতে ভারতের আদানী গ্রুপের সাথে সরকার চুক্তি করেছে বলে অভিযোগ করেন তিনি। রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেন মির্জা ফখরুল ।
সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডিআরইউতে স্মরণ সভা করে সাইফুর রহমান স্মৃতি পরিষদ। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা অংশ নেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে সাইফুর রহমানের অবদানের কথা তুলে ধরেন তারা।
সভাপতির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে দেশের অর্থনীতি লুটপাট করে দেউলিয়া করে ফেলেছে।
সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে হতাশা জানান।
দেশের উন্নয়ন নয়, দুর্নীতিই সরকারের প্রধান লক্ষ্য। প্রতিটি খাত থেকেই সরকার লুটপাট করছে বলে অভিযোগ করেন, বিএনপি মহাসচিব।
আওয়ামী লীগ সরকার জনগণকে বিভ্রান্ত করছে। তাদের মূল চেহারা উন্মোচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে, ফরিদপুরে বিএনপির সমাবেশে কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের উপর যুবলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর জেলা কৃষক দল।
সকালে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা কৃষক দলের সভাপতি মাজিদুল ইসলাম সাত্তার, বিএনপি নেতা আনিছুর রহমান বিপ্লবসহ আরও অনেকে। নেতারা ফরিদপুরে হামলার নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি, আগামীতে সব সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
নাটোরে জেলা বিএনপি’র আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল হকের জানাযা সম্পন্ন হয়েছে। দুপুরে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে তার জানাযা হয়। এতে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে, শহরের গাড়িখানা কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এর আগে শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা বিএনপি’র নেতা-কর্মীরা।