রোহিঙ্গ প্রত্যাবাসন ঠেকাতে সীমান্ত অস্থিতিশীল করে ফায়দা লুটতে চায় মিয়ানমার :মো. খুরশিদ আলম

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
রোহিঙ্গ প্রত্যাবাসন ঠেকাতে সীমান্তে অস্থিতিশীল পরিবেশ তৈরী করে ফায়দা লুটতে চায় মিয়ানমার। এমন মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার এডমিরাল (অব.) মো. খুরশিদ আলম।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, আসিয়ান বহির্ভূত দেশ ও আন্তর্জাতিক সংস্থার ঢাকায় দায়িত্বরত প্রতিনিধিদের সঙ্গে, কূটনৈতিক বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি আরো জানান, মিয়ানমার সীমান্তে সংঘাতময় পরিস্থিতি নিরসনে কূটনৈতিক পথেই হাঁটবে বাংলাদেশ।
সেই ধারাবাহিকতায় অ্যাসোসিয়েশন অফ সাউথ-ইস্ট এশিয়ান নেশনস-আসিয়ান, বহির্ভূত দেশ ও আন্তর্জাতিক সংস্থার ঢাকায় দায়িত্বরত প্রতিনিধিদের কাছে বিষয়টি তুলে ধরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই বিষয়ে গতকাল মিয়ানমার ছাড়া আসিয়ান সদস্য দেশগুলোর দূতদের সঙ্গেও বৈঠক করে পররাষ্ট্র মন্ত্রণালয়।