রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট।
বেলা ১১টার দিকে উখিয়ার চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছালে তাকে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত। তিনি রোহিঙ্গা নারী, যুব প্রতিনিধি, ইমামদের সাথে মতবিনিময় করেন। এতে অংশ নেয়া রোহিঙ্গারা জানান, ব্যাচেলেট তাদের আশ্বস্ত করেছেন জাতিসংঘ এ বিষয়ে অবগত আছে। নিরাপদ প্রত্যাবাসনের জন্য ধৈর্য ধারণের অনুরোধ করেছেন তিনি। ব্যাচেলেট ক্যাম্প পরিদর্শনকালে জাতিসংঘের বিভিন্ন সংস্থার চলমান কার্যক্রম ঘুরে দেখেন। দুপুরে কক্সবাজার ফিরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতের সাথে বৈঠকে অংশ নেন জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই কর্মকর্তা। এরপর বিকেলে ঢাকায় ফেরেন তিনি।