রোহিঙ্গাদের স্বদেশে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রধান উপদেষ্টা আহ্বান

- আপডেট সময় : ০৪:২৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / ১৫০৭ বার পড়া হয়েছে
রোহিঙ্গাদের নিরাপত্তাসহ নানা ক্ষেত্রে বাংলাদেশের একার পক্ষে সহযোগিতা অব্যাহত রাখা সম্ভব নয়, এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কক্সবাজারে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে আনুষ্ঠানিক উদ্বোধনীতে তিনি এ আহ্বান জানান। জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত রয়েছে।
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কক্সবাজারে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এতে অংশ নেন কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, বিভিন্ন দেশের শিক্ষাবিদ, বৈশ্বিক সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা।
সম্মেলনে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাত দফা প্রস্তাবনা দেন ড. ইউনূস।
মিয়ানমার জান্তা ও আরাকান আর্মিদের নির্যাতন থেকে রোহিঙ্গাদের বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত জানিয়ে ড. ইউনূস বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার বিষয়টিও সমাধান হবে।
শেষদিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বিদেশি অতিথিরা। তিন দিনের সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়াও আন্তর্জাতিক ফান্ড, গণহত্যার বিচার, খাদ্য সহায়তাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেয়া হবে।