রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদী অবস্থানে দেশের নিরাপত্তা ও আর্থ সামাজিক খাতে তৈরী করেছে সংকট

- আপডেট সময় : ০১:৪৯:০০ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদী অবস্থান বাংলাদেশের নিরাপত্তা ও আর্থ সামাজিক খাতে সংকট তৈরী করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীতে ইন্টারপা’র ১১তম বার্ষিক সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ইন্টারপা গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের যে কোন স্থানে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় প্রশংসনীয় ভূমিকা রাখছে বাংলাদেশ সেনাবাহিনী।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পুলিশ একাডেমিস..ইন্টারপা’র ১১তম বার্ষিক সম্মেলন বসেছে। তিন দিনব্যাপী এ সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ‘ডিজিটালাইজেশন অব পুলিশিং’। এতে বাংলাদেশসহ বিশ্বের ৪৪ দেশের ১২৭ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিক বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদের স্মরণ করেন তিনি।
সম্মেলনে শেখ হাসিনা বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ন অবদান রাখতে পার ইন্টারপা।
জাতিসংঘের মাধ্যেম বিশ্বজুড়ে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ন ভূমিকার কথাও স্মরণ করেন সরকার প্রধান।
এসময় দীর্ঘমেয়াদী রোহিঙ্গা সমস্যাকে বাংলাদেশ ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় সংকট বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
১২ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই সম্মেলনের সাফল্য কামনা করে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।