রোববার থেকে ধারাবাহিক সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন।
এরই অংশ হিসাবে আগামী রোববার শিক্ষাবিদদের সঙ্গে প্রথম সংলাপে বসবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। ইসির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রতি সপ্তাহে রোববার একটি করে সংলাপ অনুষ্ঠিত হবে। ইসি সূত্র জানিয়েছে, সংলাপের আমন্ত্রণ জানিয়ে এরই মধ্যে চিঠি পাঠানো শুরু হয়েছে। প্রথম সংলাপে ৩০ শিক্ষককে আমন্ত্রণ জানানো হচ্ছে। এরপর বুদ্ধিজীবী, নির্বাচন পর্যবেক্ষক, সাংবাদিক ও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপে বসার পরিকল্পনা রয়েছে কমিশনের।