রোগী ও স্বজনদের জন্য বিশেষ পরিবহন সেবা চালু চট্টগ্রাম এভারকেয়ার হসপিটালের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৭৫০ বার পড়া হয়েছে
রোগী ও স্বজনদের জন্য বিশেষ পরিবহন সেবা চালু করেছে চট্টগ্রামের এভারকেয়ার হসপিটাল।
কর্ণফুলী ইপিজেড সংলগ্ন ক্যাসাব্ল্যাঙ্কা রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে এই পরিবহন সেবার নতুন রুটগুলো ঘোষণা করা হয়। তিন মাস আগে শুরু হওয়া এই সেবা বন্দরনগরীর জিইসি চত্বর থেকে হাসপাতাল প্রাঙ্গণ রুটে চলতো। ঘোষিত নতুন রুট কর্ণফুলী ইপিজেড থেকে শুরু করে চট্টগ্রাম ইপিজেড-বন্দর হাসপাতাল-হালিশহর-বড়পোল-আগ্রাবাদ হয়ে এভারকেয়ার প্রাঙ্গণ পর্যন্ত যাতায়াত করতে পারবে রোগী ও তাদের স্বজনরা। দুই ঘণ্টা পর পর বিনামূল্যে এই সেবা পাওয়া যাবে।