রোগীদের অভিযোগ তদারকির জন্য হেলথ রেগুলেটরি কমিশন গঠন করতে কেন নির্দেশ দেয়া হবে না: হাইকোর্ট
- আপডেট সময় : ০৯:৪৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
হাসপাতাল ও স্বাস্থ্যসেবায় অব্যবস্থাপনা নিয়ে রোগীদের অভিযোগ তদারকির জন্য হেলথ রেগুলেটরি কমিশন গঠন করতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট
এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে আদালত আগামী ১৭ নভেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য্য করেছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর-উস সাদিক। আইনজীবীরা জানান, রোগীদের কাছ থেকে মাত্রতিরিক্ত ফি আদায়সহ স্বাস্থ্যখাত থেকে সব নৈরাজ্য দূর করতে জনস্বার্থে দায়ের করা রিটের শুনানি নিয়ে আজ এই রুল জারি করে আদালত।















