‘রেমডেসিভির’ আনুষ্ঠানিকভাবে সরকারের হাতে তুলে দিলো বেক্সিমকো

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
করোনাভাইরাস চিকিৎসায় কার্যকর ওষুধ- ‘রেমডেসিভির’ আনুষ্ঠানিকভাবে সরকারের হাতে তুলে দিলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে ১ হাজার পিস রেমডেসিভির ওষুধ গ্রহণ করেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।
রেমডেসিভির গ্রহণ অনুষ্ঠানে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপনসহ সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ‘রেমডেসিভির’ গ্রহণ করেন। এ সময় তিনি দেশের প্রয়োজনে সবার আগে এগিয়ে আসায় এবং বিনামূল্যে সরকারকে এ ওষুধ প্রদান করায় বেক্সিমকো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।