রূপগঞ্জের সজিব সুজ কারাখানায় আগুনে পুড়ে যাওয়া আরো ২১ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ১৬০৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জের সজিব সুজ কারাখানায় আগুনে পুড়ে যাওয়া আরো ২১ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে সিআইডি।
নিহতদের ডিএনএ নমুনা পরীক্ষায় শনাক্তের পর দুপুরে ঢাকা মেডিকেলে মর্গ থেকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এর আগে গেল বধুবার ২৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এখনো চারজনের মরদেহ শনাক্ত করতে পারেনি সিআইডির ফরেনসিক ইউনিট। নিহতদের দাফনের জন্য জেলা প্রশাসনের কার্যলয়ে থেকে ২৫ হাজার টাকা করে স্বজনদেরকে প্রদান করা হয়েছে। আর মালিক পক্ষ থেকে তাদেরকে দুই লাখ টাকা করে দেয়া হয়েছে বলে জানা গেছে। গেলো ৮ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫২ জন মারা যায়।


























