রুদ্ধশ্বাস ম্যাচে ওয়েস্টহাম ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের রুদ্ধশ্বাস ম্যাচে ওয়েস্টহাম ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড।
ঘরের মাঠে শুরু থেকেই চাপ প্রয়োগ করে শেফিল্ড। প্রথমার্ধে খালি হাতে ফিরলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই চমক দেখায় শেফিল্ড। ৫৩ মিনিটে অলিভারের গোলে লিড নেয় দলটি। কিন্তু ওয়েস্টহাম একের পর এক আক্রমণ করলেও ম্যাচে ফিরতে পারেনি। ম্যাচের বাকী সময় আর গোল না হওয়ায় ১-০ গোলে এগিয়ে যায় শেফিল্ড ইউনাইটেড। ২২ ম্যাচে ৩২ পয়েন্ট পেয়ে টেবিলেরে পাঁচে আছে দলটি। অন্যদিকে, ২১ ম্যাচে ২২ পয়েন্ট পেয়ে টেবিলের তলানিতে আছে ওয়েস্টহাম ইউনাইটেড।




















